২. WWW কিভাবে কাজ করে?

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট একই বিষয় না। ইন্টারনেট হলো সবগুলো কম্পিউটারের নেটওয়ার্ক আর ওয়েব হলো ইন্টারনেটে যুক্ত কম্পিউটারের একটি সার্ভিস।
ওয়েবের তথ্যগুলো বিভিন্ন পাতায় সন্নিবেশিত আকারে থাকে এবং প্রতিটি আলাদা পাতায় বা লিংকে বিভক্ত থাকে। প্রতিটি লিংকই ইউনিক হয়। এই তথ্যসমুহ ওয়েব সারভারে সংরক্ষিত থাকে।
আর যে সব কম্পিউটার থেকে তথ্যগুলো দেখা হয় তাদেরকে বলে ওয়েব ক্লাইন্ট। ওয়েবপেজগুলো ব্রাউজারের মাধ্যমে প্রদর্শিত হয়। আধুনিক ওয়েবে টেক্সট, ছবি, এনিমেশন, অডিও, ভিডিওসহ নানান ধরনের মিডিয়া সম্মিলিত আকারে দেখা যায়।


লেখক: মাহবুব টিউটো

কপি রাইট টিউটোহোস্ট ২০১০-২০১২